দিরিপোর্ট ২৪ প্রতিবেদক : দলের শীর্ষ পর্যায়ের নেতাদের গ্রেফতার ও হয়রানির পরও নির্দলীয় সরকারের দাবিতে অনড় রয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। একই সঙ্গে দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

রবিবার রাতে গুলশানের বাসভবনে চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।

রাত ৮টার দিকে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ কয়েকজন আইনজীবী খালেদা জিয়ার বাসায় যান। রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তারা।

খন্দকার মাহবুব বলেন, ‘নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। এ আন্দোলন দমন করার জন্য খালেদা জিয়াকে মানসিক চাপে রাখতে তার বাসার সামনে পুলিশের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে।’

আলোচনার ব্যাপারে তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতাদের আটকের পর আইনগত বিষয় নিয়ে চেয়ারপারসনের সঙ্গে আলোচনা হয়েছে।’

(দিরিপোর্ট২৪/এমএইচ/এএস/জেএম/নভেম্বর ১১, ২০১৩)