দ্য রিপোর্ট প্রতিবেদক:বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান হয়েছে।তবে, আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেনের পরিমান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

 

 

এদিন ডিএসইর মূল মূল্যসুচক ‘ডিএসইএক্স’ ১০ পয়েন্ট বেড়েঅবস্থান করছে ৫৫০৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্টবেড়ে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২৪৪ এবং ২ হাজার ১০১ পয়েন্টে।

মঙ্গলবারলেনদেন হয়েছে ৬৮৩কোটি ৩০ লাখটাকারশেয়ার ও ইউনিট।বুধবারডিএসইতেলেনদেন হয়েছে ৭৮৬কোটি ১ লাখটাকারশেয়ার ও ইউনিট। এ হিসেবে,১০২ কোটি ৭১ লাখ টাকাবেশিলেনদেন হয়েছে

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৪ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫ টির, কমেছে ১৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১ টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৮৮ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির। লেনদেন হয়েছে ৫৫কোটি ২২ লাখটাকার শেয়ার ও ইউনিট।

দ্য রিপোর্ট/এএস/১০ফেব্রুয়ারি ,২০২১