সিকদার গ্রুপের কর্ণধার জয়নুল হক মারা গেছেন
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের বিশিষ্ট শিল্পপতি, সিকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার তিনি সংযুক্ত আরব আমিরাতে মারা যান বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন ন্যাশনাল ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল।
তিনি বলেন, জয়নুল হক বেলা ৩টা নাগাদ বাসাতেই অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃতদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। জয়নুল হক সিকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
তিনি বিকেলে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/১০ ফেব্রুয়ারি, ২০২১)