বিয়ে করছেন অভিনেতা সাই ধরম
দ্য রিপোর্ট ডেস্ক: তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা সাই ধরম তেজ। আগামী মে মাসে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।
এই অভিনেতার ঘনিষ্ঠ একজন সূত্র সংবাদমাধ্যমটিতে জানান, পারিবারের পছন্দেই বিয়ে করছেন সাই ধরম। তার মা পাত্রী নির্ধারণ করেছেন। পারিবারিকভাবে পরিচিত হলেও পাত্রী অভিনয় জগতের সঙ্গে যুক্ত নন।
যদিও এই বিষয়ে এখনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। সাই ধরমের পরিবারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এর আগে বিয়ে নিয়ে সাই ধরমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি সিঙ্গেল। কিন্তু পরিবারের সদস্যরা আমাকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। নিহারিকার (অভিনেত্রী) বিয়ের পর পরিবারের লোকজন আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছেন।’
সাই ধরম তেজের পরবর্তী সিনেমা ‘রিপাবলিক’। এটি পরিচালনা করছেন দেবা কুটা। পলিটিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করছেন ঐশ্বরিয়া রাজেশ, জাগপতি বাবু, রামায়া কৃষ্ণা প্রমুখ। আগামী ৪ জুন এটি মুক্তির কথা রয়েছে।
করোনা মহামারির পর তেলেগু ইন্ডাস্ট্রির কয়েকজন তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন। এর মধ্যে রয়েছেন অভিনেতা নিখিল সিদ্ধার্থ, রানা দাগ্গুবতি ও অভিনেত্রী কাজল আগরওয়াল।
(দ্য রিপোর্ট/আরজেড/১১ ফেব্রুয়ারি, ২০২১)