তিন তারকার ভ্যালেন্টাইন
দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশেষ দিবসকে ঘিরে টেলিভিশন পর্দায় সবসময়ই থাকে নানান আয়োজন। এবারও তার ব্যতিক্রম নয়। ভালোবাসা দিবসকে ঘিরে টেলিভিশনের পাশাপাশি অনলাইন প্লাটফর্ম ইউটিউবে এবার থাকছে বহু নাটক, টেলিছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বিশেষ এই দিন উপলক্ষ্যে দর্শকদের জন্য কী উপহার নিয়ে আসছেন শোবিজের জনপ্রিয় তিন তারকা জিয়াউল ফারুক অপূর্ব, তাহসান খান ও আফরান নিশো; তা নিয়েই এই আয়োজন।
সারা বছর তুমুল ব্যস্ত থাকা অপূর্ব এবার ভালোবাসা দিবসে বেশকিছু নাটক নিয়ে আসছেন। তবে তা আগের চেয়ে সংখ্যায় কিছুটা কম, কিন্তু মানের ক্ষেত্রে কোনো আপোষ করেন নি। জানা যায়, এবারের ভালোবাসা দিবসে প্রায় ১৪টির মত নাটকে দেখা যাবে এই তারকা অভিনেতাকে। সেগুলো হলো- কতিপয় স্বল্পমেয়াদী প্রেম, ভাগ্যক্রমে, কাভার পেজ (১৪ ফেব্রুয়ারি সিএমভি ইউটিউব চ্যানেলে), আয় ফিরে আয় (১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে, সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে), চ্যালেঞ্জ, লাভ বাই মিস্টেক (১৪ ফেব্রুয়ারি আরটিভিতে), ভুলবশত (১৩ ফেব্রুয়ারি রাত ৯টায় এনটিভিতে), মেঘ দেখাবো তোমায় (১৪ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০মিনিটে বাংলাভিশনে), মধু সিং (১৪ ফেব্রুয়ারি সিডি চয়েস ইউটিউব চ্যানেলে), মেডেল (১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দীপ্ত টিভিতে), টিপু সুলতানা, মনের আড়ালে, নগর জোনাকি ইত্যাদি।
অন্যদিকে আরেক তারকা অভিনেতা তাহসান খানকেও এবার খুব বেশি একটা কাজ করতে দেখা যায়নি। গল্প ও মান বেছে বিশেষ এই দিবসের পাঁচটি কাজ করেছেন। সেগুলো হলো- হাফ হানিমুন (১৩ ফেব্রুয়ারি রাত ৯টায় লুমিনু পিকচার্স ইউটিউব চ্যানেলে), শার্লক হোমস (১৪ ফেব্রুয়ারি রাত ১০টায় আরটিভিতে), নাইনটি ডেইজ (১৩ ফেব্রুয়ারি, বঙ্গ ইউটিউব চ্যানেলে ), পান সুপারি ও কমলা রঙের রোড (ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে) ইত্যাদি। এ নাটক ছাড়াও শিগগিরই মুক্তির অপেক্ষায় রয়েছে এই তারকার ওয়েব ফিল্ম ‘ছক’।
তিন তারকার আরেক তারা আফরান নিশো এবার ভালোবাসা দিবসে কাজ করেছেন প্রায় ১৫টির মত নাটকে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি। তার অভিনীত নাটকের মধ্যে রয়েছে- মাজনু (১২ ফেব্রুয়ারি লাইভ টেকনোলজিস ইউটিউব চ্যানেলে), ভুলজন্ম (১৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটে আরটিভিতে), তাকে ভালোবাসা বলে, নৈব নৈব চ (১৪ ফেব্রুয়ারি এনটিভিতে রাত ৯ টা ৩০ মিনিটে), গোল মরিচ, আনএক্সপেক্টেড মোমেন্টস ( ১৩ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৯টা ৩০ মিনিটে), কাজলরেখা, মেরুন (১৫ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে), লতা অডিও (১২ ফেব্রুয়ারি মোশন রক ইউটিউব চ্যানেলে), বিলোপ ( ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় আরটিভিতে), সিদ্ধান্ত (১৪ ফেব্রুয়ারি, বাংলাভিশন চ্যানেলে রাত ১১টা ৪০ মিনিটে), ভুলতে পারিনা, দেবদাস ২.০ (১৩ ফেব্রুয়ারি রাত ১০টায় সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে), আবার ভালোবাসার সাধ জাগে ও বান্টি বানু ইত্যাদি।
(দ্য রিপোর্ট/আরজেড/১১ ফেব্রুয়ারি, ২০২১)