রন সিকদারের জামিন
দ্য রিপোর্ট প্রতিবেদক: হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে জামিন দিয়েছেন আদালত।
এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে ঢাকা মুখ্য মহানগর আদালতে নিয়ে যাওয়া হয়। বেলা আড়াইটার দিকে রন সিকদারকে আদালতে নিয়ে যায় মহানগর গোয়েন্দা পুলিশ।
সিকদার গ্রুপের প্রতিষ্ঠাতা জয়নুল হক সিকদার গত মঙ্গলবার দুবাইয়ের একটি হাসপাতালে মারা যান। আজই দুবাই থেকে তার মরদেহ ঢাকায় আসার কথা রয়েছে। বাবার মৃত্যুর কারণে শুক্রবার সকালে ঢাকায় এসে গ্রেপ্তার হন রন হক সিকদার।
এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৯ মে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ।
মামলার বিবরণীতে বলা হয়, গত ৭ মে রন ও দিপু এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসনেকে একটি অ্যাপার্টমেন্টে বন্দি করে রাখা হয়। তাদেরকে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়। পরে সাদা কাগজে সই নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান ব্যাংকের দুই কর্মকর্তা। সেসময় এ ঘটনা ঘটে।
(দ্য রিপোর্ট/আরজেড/১২ ফেব্রুয়ারি, ২০২১)