ডিএসইর মোবাইল অ্যাপস চালু থাকবে লেনদেনের পুরো সময়
দ্য রিপোর্ট প্রতিবেদক:ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপসে রোববার (১৪ ফেব্রুয়ারি) থেকে পুরো সময় লেনদেন করা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অ্যাপটির উন্নয়নে গত ১১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের সময় মোট ৪৫ মিনিট এটি বন্ধ রাখা হতো।ডিএসইর অ্যাপসটির হালনাগাদ করতে শুরুর প্রথম ১৫ মিনিট ও শেষ ৩০ মিনিট অ্যাপ ব্যবহার বন্ধ রাখা হতো। হালনাগাদ প্রক্রিয়া শেষ হওয়ায় লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত এখন থেকে পুরো সময় ডিএসইর মোবাইল অ্যাপস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। ডিডিএসই সূত্র জানায়, ছুটির দিন ছাড়া পুঁজিবাজারে প্রতিদিন লেনদেন শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর আড়াইটায়।বর্তমানে ডিএসই মোবাইল অ্যাপে যুক্ত আছেন ৪৯ হাজার ১৫১ বিনিয়োগকারী। যদিও পুঁজিবাজারে বর্তমানে বিও (পুঁজিবাজারে লেনদেনের প্রাথমিক নম্বর) হিসাবের সংখ্যা ২৫ লাখের বেশি।
দ্য রিপোর্ট/এএস/১৪ফেব্রুয়ারি ,২০২১