দ্য রিপোর্ট প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির শেয়ার বিক্রি করার মতো কোনো বিনিয়োগকারী নেই। রোববার (১৪ ফেব্রুয়ারি) লেনদেন চলাকালীন সময় কোম্পানি দুটির শেয়ার হল্টেড হয়ে সার্কিট ব্রেকারের মূল্য স্পর্শ করছে। কোম্পানি দুটি হলো- কেয়া কসমেটিকস এবং লাভেলো আইসক্রীম।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লাভেলো আইসক্রীম : বৃহস্পতিবার লাভেলো আইসক্রীমের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৫০ টাকায়। রোববার শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪.৭০ টাকায়। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ২৪.৭০ টাকায়। ফলে শেয়ার দর ২.২০ টাকা বা ৯.৭৭ শতাংশ বেড়েছে।কেয়া কসমেটিকস: বৃহস্পতিবার কেয়া কসমেটিকসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৬.১০ টাকায়। রোববার শেয়ার লেনদেন শুরু হয়েছে ৬.১০ টাকায়। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ৬.৭০ টাকায়। ফলে শেয়ার দর ০.৬০ টাকা বা ৯.৮৩ শতাংশ বেড়েছে।

দ্য রিপোর্ট/এএস/১৪ফেব্রুয়ারি ,২০২১