পেনশনের সময় নিয়ে বিভ্রান্তি দূরীকরণে প্রজ্ঞাপন জারি
দ্য রিপোর্ট প্রতিবেদক: অবসরে যাওয়ার ঠিক এক বছর আগে অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) এবং অবসর-উত্তর ছুটির (পিআরএল) বিভ্রান্তি দূর করতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার অর্থ মন্ত্রণালয়র অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এলপিআরকে পিআরএলে রূপান্তর করলে পিআরএল’র সময় পেনশনযোগ্য চাকরি হিসেবে গণ্য হবে না। তবে ওই সরকারি কর্মচারী এলপিআরে থাকার সময় যেসব সুযোগ-সুবিধা পাওয়ার যোগ্য, পিআরএলে গেলেও তিনি এগুলো পাবেন।
অর্থ বিভাগ প্রজ্ঞাপনে একটি উদাহরণ দিয়ে বিষয়টি বুঝিয়ে দিয়েছে। যেমন ক-এর জন্মতারিখ ১৯৬২ সালের ১ জানুয়ারি। ক-এর ৫৯ বছর বয়স ২০২০ সালের ৩১ ডিসেম্বর পূর্ণ হবে। ওই দিনই তিনি অবসরে যাবেন। ছুটি পাওনা সাপেক্ষে ক-এর পিআরএল শুরু হবে অবসরে যাওয়ার পরদিন, অর্থাৎ ২০২১ সালের ১ জানুয়ারি থেকে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ক- ১২ মাস পিআরএল ভোগ করলে তার ছুটি শেষ হবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর এবং তার চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২২ সালের ১ জানুয়ারি। তবে পিআরএল ভোগ না করলে ক-এর চূড়ান্ত অবসরে যাওয়ার তারিখ হবে ২০২০ সালের ৩১ ডিসেম্বর।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)