দ্য রিপোর্ট প্রতিবেদক: সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ক্লোজ-ইনডেড ফান্ড থেকে ওপেন-ইনডেড ফান্ডে রূপান্তর হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি।ওপেন-ইনডেড ফান্ডে রূপান্তরের বিষয়টি অনুমোদন করেছে ফান্ডের ট্রাস্টি ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট । ডিএসই সূত্রে এ তথ জানা গেছে।

সূত্র মতে, আগামী ১৬ এবং ১৭ মে ফান্ডটির লেনদেন বন্ধ থাকবে। ইউনিটহোল্ডারদের মিটিং আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে। মিটিংয়ের সময় এবং ভেন্যু পরবর্তীতে জানানো হবে।সভায় নূন্যতম ৭৫ শতাংশ ইউনিটহোল্ডার উপস্থিত থাকতে হবে। অন্যথায় ফান্ডটি লিকুয়েডেটেড হয়ে যাবে।

দ্য রিপোর্ট/এএস/১৫ফেব্রুয়ারি ,২০২১