সু চির রিমান্ডের মেয়াদ বাড়লো ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত
দ্য রিপোর্ট প্রতিবেদক: মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর বন্দি দেশটির গণতান্ত্রিক নেত্রীর রিমান্ডের মেয়াদ বাড়ানো হয়েছে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। রাজধানী নেপিডোতে সাংবাদিকদের একথা জানান তাঁর আইনজীবী, এমনটাই বলছে রয়টার্স।
সোমবার সু চির রিমান্ড শেষ হওয়ার কথা ছিলো। কিন্তু তাঁর আইনজীবী খিন মুং জ জানান, রাজধানী নেপিডোর একটি আদালতের একজন বিচারক জানিয়েছেন, তার রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত।
ওই আইনজীবী আরও বলেন, “আমরা আমাদের পাওয়ার অব অ্যাটর্নির চিঠি দিতে ও জেলা জজের সঙ্গে আলোচনা করতে এসেছি। তাঁর বক্তব্য অনুযায়ী, রিমান্ডের মেয়াদ ১৭ তারিখ পর্যন্ত, আজ না।”
(দ্য রিপোর্ট/আরজেড/১৫ ফেব্রুয়ারি, ২০২১)