টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ডু প্লেসির
দ্য রিপোর্ট ডেস্ক: কয়েকদিন আগেই ১৯৯ রানের ইনিংস খেলেছেন ফাফ ডু প্লেসি। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সফরেও ছিলেন। হুট করেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন।
আজ বুধবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এই সিদ্ধান্ত নিয়েছেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে ডু প্লেসি বলেন, ‘আমার মন খুবই পরিষ্কার। নতুন অধ্যায় শুরু করার জন্য এটাই সঠিক সময়।’
২০১২ সালে রাজকীয় সংস্করণে অভিষেক হয় তার। চার বছর পর ছোট বেলার বন্ধু এবি ডি ভিলিয়ার্সের কাছ থেকে সাদা-পোশাকে অধিনায়কত্বের দায়িত্ব বুঝে নেন।
দক্ষিণ আফ্রিকা দলকে ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। গেল বছরের শেষ দিকে দলে সুযোগ পাওয়া নিয়ে যখন প্রশ্ন উঠছিল তখন শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ারর সেরা ১৯৯ সালের ইনিংস উপহার দিয়েছিলেন।
প্রোটিয়াদের জার্সিতে ৬৯ টেস্টে মাঠে নেমেছেন। ৪০.০২ গড়ে রান তুলেছেন ৪ হাজার ১৬৩। ১০টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি রয়েছে তার নামের সঙ্গে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৭ ফেব্রুয়ারি, ২০২১)