দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেক্সিমেো লিমিটেড বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে । আজ কোম্পানিটির দর ৫.৮৮ শতাংশ বা ৫ টাকা ৬০ পয়সা  কমেছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ৮৯ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১৬ হাজার ৩০১ বারে ২ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ১৩৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫৮কোটি ৭৩লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড।শাইনপুকুর সিরামিকস লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এস.এস স্টিল, যমুনা ব্যাংক, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, সিঙ্গারবিডি, গোল্ডেন সন ও লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড।

দ্য রিপোর্ট/এএস/১৭ফেব্রুয়ারি ,২০২১