আইপিএলে কাটার মাস্টারকে লুফে নিল রাজস্থান
দ্য রিপোর্ট ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের পর আইপিএলে দল পেলেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ১ কোটি রুপিতে নিলামে উঠানো হয়েছিল এই টাইগারকে। এই দামেই তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
এর আগে, মোস্তাফিজ আইপিএলে অন্য দুটি দলে খেলেছেন। ২০১৬ সালে তাকে প্রথম কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। পরের মৌসুমেও এই দলের হয়েই খেলেন মোস্তাফিজ। এরপর, ২০১৮ সালে খেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ২০১৬ মৌসুমে আইপিএল অভিষেকেই সাড়া ফেলে দিয়েছিলেন মোস্তাফিজ। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন। প্রথমবারেই শিরোপাও জিতেছিল ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দরাবাদ।
প্রথম আইপিএলেই টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পান মোস্তাফিজ। কোনো বিদেশি ক্রিকেটারের আইপিএলে এই পুরস্কার পাওয়ার কীর্তি সেটিই প্রথম।
(দ্য রিপোর্ট/আরজেড/১৮ ফেব্রুয়ারি, ২০২১)