দিরিপোর্ট২৪ প্রতিবেদক : হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর মতিঝিল এলাকায় সকাল থেকে যাত্রিবাহী বাস, মিনিবাস, লেগুনা (হিউম্যান হলার), সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা গেছে। এতে করে সাধারণ দিনের মতোই শাপলা চত্ত্বর এলাকায় যানজট লক্ষ্য করা যায়। সকাল ১১টা পর্যন্ত এ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ব্যাংক-বীমাসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে যানবাহনে ও পায়ে হেঁটে অফিসে আসতে দেখা গেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মতিঝিলে যান চলাচল বাড়ছে। সকাল সাড়ে ৯টার দিকে এ এলাকায় যাত্রিবাহী বাসের যানজট সৃষ্টি হয়। এসময় কয়েকজন বাসচালকের সঙ্গে কথা হয়। তারা জানান, আমরা হরতাল মানি না। হরতাল আমাদের ভাত দেবে না। পেটের দায়ে আমরা রাস্তায় নেমেছি। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে বাসে আগুনে দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাসচালকরা।

মতিঝিল থানার টহলরত ইন্সপেক্টর (পিআই) শেখ আবুনল বাশার দিরিপোর্ট২৪কে বলেন, ‘সকাল থেকে আমরা সতর্ক অস্থানে আছি। এ এলাকায় এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে কোন কাউকে সন্দেহ হলে আমরা তাকে নজরদারিতে রাখছি।’

(দিরিপোর্ট২৪/এনটি/এমসি/জেএম/নভেম্বর ১১, ২০১৩)