চট্টগ্রামে ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় একটি মিনিট্রাক থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালক নূরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা জানান, বুধবার রাত ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ সব ইয়াবা উদ্ধার করেন।
নূরুল ইসলামের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পূর্ব পানখালী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে ট্রাক চালানোর আড়ালে নগরীতে ইয়াবা সরবরাহ করছিলেন। আটকের পর নূরুল ইসলামকে কর্ণফুলী থানায় সোপর্দ করা হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/এসবি/এজেড/মার্চ ২০, ২০১৪)