দ্য রিপোর্ট ডেস্ক: এক বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে হারানো গৌরব ফিরে পেলেন নাওমি ওসাকা। শনিবার ফাইনালে জেনিফার ব্র্যাডিকে হারিয়ে এ টুর্নামেন্টের রানী বনে গেলেন জাপানের এ টেনিস তারকা।

শনিবার মেলবোর্নের রড অ্যারোনায় ৬-৪, ৬-৩ গেমে ব্র্যাডিকে হারিয়ে শিরোপা উল্লাস করেন ওসাকা। এরফলে র‌্যাংকিংয়ের দুইয়ে উঠে এসেছেন তিনি। এরআগে ২০১৯ সালে প্রথমবার এ টুর্নামেন্টের মুকুট পরেছিলেন তিনি।

অস্ট্রেলিয়ান ওপেন জিতে চতুর্থ প্রধান খেতাব অর্জন করলেন ওসাকা। সব মিলিয়ে জাপানের এ টেনিস তারকা ২১টি ম্যাচে অপরাজিত থাকার অনন্য নজিও গড়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২০ ফেব্রুয়ারি, ২০২১)