দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশজুড়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে মাতৃভাষার অধিকার আদায়ে প্রাণ দেয়া বীর শহীদদের। একুশের প্রথম প্রহরে সারাদেশের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। শহীদ বেদি ছেয়ে যায় শ্রদ্ধা আর ভালোবাসার অর্ঘ্য। তবে এবার করোনা সংক্রমণ এড়াতে প্রভাতফেরীতে মানুষের ভিড় ছিলো কিছুটা কম।

চট্টগ্রাম : একুশের প্রথম প্রহরে বন্দরনগরী চট্টগ্রামের কে সি দে রোড এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী।

একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এরপর ঢল নামে সাধারণ মানুষের, ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান তারা।

রাজশাহী : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রাজশাহীর সার্ভে ইনস্টিটিউট চত্তরে কেন্দ্রীয় প্রতিকী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এরপর বীর মুক্তিযোদ্ধা, ওয়ার্কার্স পাটি, জাসদ, ন্যাপ, রাজশাহী কলেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

অপরদিকে ভূবন মোহন পার্ক শহীদ মিনারেও পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকরা ও ছাত্র সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

বরিশাল : একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্বা জানান, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। পরে বরিশালে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম ,মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: শাহাবুদ্দিন, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার , মুক্তিযোদ্বা সংসদ, জেলা ও মহানগরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

খুলনা: যথাযাগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। রাত ১২.০১ মিনিটে সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলার শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা, পরবর্তীতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার রেঞ্জ ডিআইজি , প্রশাসনের কর্মকতা, রাজনৈতিক দল সহ নগরীর বিভিন্ন প্রতিষ্ঠান।

রংপুর: নানা কর্মসূচীর মধ্য দিয়ে রংপুরে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভুঞা, ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, প্রশাসনিক কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সিলেট: সিলেটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শুরু হয় সিলেট কেন্দ্র্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এ সময় শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান।

পরে জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নানা শ্রেণী পেশার মানুষ শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়াও দিবসটি পালনে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল স্কুল-কলেজ, অফিস-আদালত, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং বে-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সকালে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়ার আয়োজন।

কুমিল্লা: মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কুমিল্লা নগরের টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে কুমিল্লা-৬ সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহা উদ্দিন বাহার,নারী সাংসদ আঞ্জুম সুলতানা সীমা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন।

বরগুনা: বরগুনায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের রাষ্ট্রের পক্ষে বরগুনা কেন্দ্রয়ী শহীদ মিনারে বেদীতে পুস্পস্তবক অর্পন করেন বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। এরপর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর মল্লিক।

দিনাজপুর: দিনাজপুরে যথাযোগ্য মর্যাদার সাথে ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের প্রতি প্রথমেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

ফরিদপুর: ফরিদপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে শহরের অম্বিকা ময়দানে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। প্রথমেই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পন করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি’র পক্ষ থেকে জেলা প্রশাসক অতুল সরকার।

গাজীপুর: গাজীপুরের যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে গাজীপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

যশোর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যশোরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও জেলা প্রাসক তমিজুল ইসলাম খান শ্রদ্ধা নিবেদন করেন।

জামালপুর: জামালপুরে নানা কর্মসূচিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্যে দিয়ে দিবসের শুভ সূচনা হয়।

সুর্যোদয়ের সাথে সাথে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা, কালো পতাকা উত্তোলন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন দলীয় নেতৃবৃন্দ।

ঝালকাঠি: ঝালকাঠিতে নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২ টা ১ মিনিটে ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী। এরপর জেলা পুলিশের পক্ষে সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্ধ পুস্পস্তবক অর্পণ করেন।

ঝিনাইদহ: যথাযাগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হচ্ছে জাতীয় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাত ১২ টা ১ মিনিটে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জেলা পুলিশ, বিচার বিভাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করন।

জয়পুরহাট: জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে জয়পুরহাট কেন্দ্রীয় স্মৃতি সৌধে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রসাশন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জেলা জাসদ, প্রেসক্লাব সমূহ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো।

লক্ষ্মীপুর: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) ভাষা শহীদদের স্বরণে লক্ষ্মীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে পূষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

মাগুরা: মাগুরায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচি শুরু হয়।

মানিকগঞ্জ: যথাযাগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মানিকগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে এ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সর্বস্ত্ররের মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকালে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

মেহেরপুর: নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। দিবসটি উপলক্ষে আজ রাত ১২ টা ১ মিনিটে শহরের ডঃ সামসুজ্জোহা পার্কের অবস্থিত শহীদ মিনারে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও জেলা প্রশাসকরে পক্ষ থেকে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ডঃ মুনছুর আলম খান।

নারায়ণগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে পুস্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, পুলিশ সুপার জায়েদুল আলমনারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

নাটোর: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নাটোরে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে নাটোর শহরের কানাইখালি মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। এরপর নাটোর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার লিটন কুমার সাহা পুষ্পস্তবক অর্পন করেন।

নেত্রকোণা: নেত্রকোণায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে একুশের প্রথম প্রহরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি নেত্রকোণার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

নোয়াখালী: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নোয়াখালীতে পালিত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, নোয়াখালী প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতর।

শরীয়তপুর: শরীয়তপুরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রসাশক পারভেজ হাসান, পুলিশ সুপার ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।

নরসিংদী: নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের সাধারণ মানুষ। শহরের স্টেডিয়াম সংলগ্ন নরসিংদীর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ও সিভিল সার্জন নুরুল ইসলাম ।

রাজবাড়ী: শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসে রাজবাড়ীতে ভাষা শহীদদের স্বরণে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন সর্বস্তরের জনগণ। শহীদদের স্বরণে রাজবাড়ী রেলওয়ে ময়দানে নির্মিত রাজবাড়ীর কেন্দ্রীয় শহীদ মিনারে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন, পুলিশ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।

সুনামগঞ্জ: যথাযাগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে সুনামগঞ্জ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এম পি। এরআগে, রাত ১২.০১ মিনিটে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর জেলা প্রশাসন, পুলিশ সুপার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, আওয়ামীলীগ, বিএনপি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. মো. আতাউল গণির পুষ্পস্তবকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য ছানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২১)