ফের মা হলেন কারিনা কাপুর
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন কারিনা। এটি তাদের দ্বিতীয় সন্তান।
ফ্যাশন ডিজাইনার মনিষ মালহোত্রা কারিনা-সাইফকে অভিনন্দন জানিয়ে এক টুইটে লিখেছেন- ‘অভিনন্দন প্রিয় কারিনা কাপুর ও সাইফ আলী খান।’
গত বছরের আগস্টে সাইফ-কারিনা যৌথ বিবৃতিতে জানান, তাদের ঘর আলো করে আসছে নতুন অতিথি। তার পর থেকে পুরো সময়টা আলোচনায় ছিলেন কারিনা। তবে কন্যা না পুত্র হবে তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল। এক জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন- ‘এবার সাইফিনার ঘর আলো করে আসবে মেয়ে সন্তান।’ যদিও এ ভবিষ্যদ্বাণী কাজে লাগেনি।
২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/২১ ফেব্রুয়ারি, ২০২১)