নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত
দ্য রিপোর্ট ডেস্ক: নাইজেরিয়ার রাজধানী আবুজা বিমানবন্দরের নিকট একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে দেশটির বিমান বাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে।
বিমান বাহিনীর মুখপাত্র এয়ার ভাইস মার্শাল ইবিকুনেল দারামোলা এক টুইট বার্তায় জানান, বিমানটি নাইজারের উত্তরের শহর মিন্নায় যাচ্ছিল। বিচক্র্যাফট কিংএয়ার বি৩৫ওআই নামে ওই বিমানে থাকা সাতজনের সবাই নিহত হয়েছে।
ঘটনার পর বিমান বাহিনী প্রধান দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। একাধিক টুইট বার্তায় বিমান বাহিনীর পক্ষ থেকে জনসাধারণকে শান্ত থাকতে আহ্বান জানানো হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বাতাসে জ্বলন্ত রসায়নিকের গন্ধ পাওয়া যাচ্ছিল, তবে কোনো আগুন অথবা ধোঁয়া দেখা যায়নি।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২১)