শাহ আমানত বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার
দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
আজ সোমবার সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি জানান, বিমানটি অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। যাত্রী আসনের ওপরে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের প্যানেলে তল্লাশি চালিয়ে ১৫০টি সোনার বার পাওয়া যায়, যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ চোরাচালানের সাথে কারা সম্পৃক্ত সেটি খতিয়ে দেখা হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/২২ ফেব্রুয়ারি, ২০২১)