দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন নিতে আগ্রহীদের সংখ্যা বেড়েই চলেছে। ভ্যাকসিনের জন্য সুরক্ষা ওয়েবসাইটে সোমবার দুপুর সাড়ে ২টা পর্যন্ত নিবন্ধিত হয়েছেন ৩৪ লাখ ৪৪ হাজার ৯০৮ জন। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন প্রয়োগের ত্রয়োদশ দিনে দুই লাখ ২৫ হাজার ২৮০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে রাজধানীতে টিকা নিয়েছেন ২৯ হাজার ৪৪১ জন। এখন পর্যন্ত দেশে সর্বমোট টিকা গ্রহণ করেছেন ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। টিকা প্রয়োগ পরবর্তী সময়ে ৬০৯ জনের মাঝে হালকা জ্বর, গায়ে ব্যথা এমন লক্ষণ দেখা গেলেও এখন পর্যন্ত সবাই সুস্থ আছেন।

স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, যেকোনো টিকা নেওয়ার পর মানুষের টিকা নেওয়ার স্থানে লাল হতে পারে, সামান্য জ্বর আসতে পারে এবং কিছু ক্ষেত্রে টিকার নেওয়ার স্থানসহ শরীরে ব্যথা হতে পারে। এখন পর্যন্ত কারো মাঝেই এর চেয়ে গুরুতর কিছু দেখা যায়নি। তাই আমরা বলতে পারি, সবাই সুস্থ আছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২১)