ঈদ মাতাবে বলিউডের যেসব সিনেমা
দ্য রিপোর্ট ডেস্ক: করোনার প্রকোপ কমতে তা কমতেই নতুন বছরে যেন জোস ফিরে পেয়েছে বলিউড। করোনায় আটকে যাওয়া সিনেমাগুলো একের পর এক মুক্তি পেতে শুরু করেছে। এবার ঈদের আগে মুক্তি পাচ্ছে একাধিক বড় বাজেটের সিনেমা যা দর্শককে ঈদ জুড়ে মাতিয়ে রাখবে।
এবার একসঙ্গে প্রেক্ষাগৃহগুলিতে আসছে জন আব্রাহাম ও ইমরান হাশমি অভিনীত `মুম্বই সাগা` এবং পরিণীতি চোপড়া ও অর্জুন কপূর অভিনীত `সন্দীপ অউর পিঙ্কি ফারার` । দুটি ছবিই মুক্তি পাবে এই বছরের ১৯ মার্চ।
অন্যদিকে অক্ষয় কুমার এবং মানুষী ছিল্লর অভিনীত `পৃথ্বীরাজ`-এর সঙ্গেই মুক্তি পাবে শাহিদ কপূর অভিনীত স্পোর্টস ড্রামা `জার্সি`। আবার জনের আব্রাহামের `সত্যমেব জয়তে ২` ইদে বক্স অফিসে পাল্লা দেবে সলমন খানের `রাধে: দ্য মোস্ট ওয়ান্টেড ভাই`-এর সঙ্গে।
(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২১)