আনোয়ার গ্যালভানাইজিং দর বাড়ার শীর্ষে
দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। এদিন শেয়ারটি সর্বশেষ ১১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। আজ শেয়ারটির দর বেড়েছে ৯.৯৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৭৮৯ বারে ১ লাখ ১৩ হাজার ৪৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ২১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জিকিউ বলপেনের দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭৩৩ বারে ১ লাখ ৭০ হাজার ৪৮১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ১১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইজেনারেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১৪৫ বারে ১ লাখ ৪৩ হাজার ৪৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ২৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এসোসিয়েটের অক্সিজেনের ৯ দশমিক ৫৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭ দশমিক ২৪ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের ৬ দশমিক ৩৮ শতাংশ, লিবরা ইনফিউশনের ৬ দশমিক ২২ শতাংশ, সোনালী আঁশের ৫ দশমিক ৬৫ শতাংশ, বিডি ল্যাম্পসের ৪ দশমিক ৯১ শতাংশ ও ডমিনেজ স্টিলের শেয়ার দর ৪ দশমিক ৮২ শতাংশ বেড়েছে।
দ্য রিপোর্ট/এএস/২৮ ফেব্রুয়ারি ২০২১