কলকাতায় বাম-কংগ্রেস নজিরবিহীন সমাবেশে মোদি-মমতাকে উৎখাতের ডাক
দ্য রিপোর্ট ডেস্ক: পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক দিয়েছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর প্রতিষ্ঠাতা ও ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। বলেছেন, এজন্য বাম শরীক দলের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের বাম-কংগ্রেস জোট ও ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) যৌথ আয়োজনে আব্বাস সিদ্দিকী বলেন, এবার এ বাংলা থেকে মমতাকে উৎখাত করে ছাড়ব। বিজেপির বি-টিম এই মমতা। তাদের বাংলা থেকে তাড়াতেই হবে। এই বাংলা নেতাজি, নজরুল, রবীন্দ্রনাথের। এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই।
বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিশাল সমাবেশে কংগ্রেস, বাম দল এবং আইএসএফের নেতারা ভাষণ দেন। সবার বক্তব্যেই মোদি-মমতার ‘অপশাসনের’ কথা উঠে আসে।
কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ও সংসদ সদস্য অধীর চৌধুরী বলেন, এই রাজ্যে আগামী দিনে তৃণমূল ও বিজেপি থাকবে না। থাকবে সংযুক্ত মোর্চা। আমাদের লড়াই থাকবে এই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ, ২০২১)