শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি পেল বিএনপি
দ্য রিপোর্ট প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমাবেশের অনুমতি পেয়েছে। ২৪ শর্তে গুলশানের ইনডোরে এ সমাবেশ করতে পারবে বলে পুলিশ জানিয়েছে।
আজ সোমবার (১ মার্চ) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. ইফতেখারুজ্জামান জানান, দলটির পক্ষ থেকে কমিশনারের কাছে আবেদন করা হয়। এর পরই আবেদন যাচাই-বাছাই শেষে ২৪ শর্তে তাদের এ সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
জানা গেছে, আজ বিকেলে গুলশানের লেকশোর হোটেল ইনডোরে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। তারই অংশ হিসেবে ইনডোরের বাইরে কোনো মাইক ব্যবহার করা যাবে না, আজান ও নামাজের সময় সমাবেশের বন্ধ রাখতে হবে। রাস্তায় লোকজন জড়ো কিংবা যান চলাচলে অসুবিধা হয় এ রকম পরিস্থিতি তৈরি করা যাবে না, সমাবেশ কোনো ধরনের অস্ত্র বহন থেকে বিরত থাকতে হবে, বাইরের কোনো খোলা জায়গা কিংবা মাঠে-ময়দানে এ সমাবেশ করতে পারবে না। একই সঙ্গে অপ্রীতিকর ঘটনার উদ্ভব হলে তার দায় দলটিকে বহন করতে হবে। শর্ত মানা না হলে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে সমাবেশের অনুমতি দিতে পুলিশ প্রধান ড. বেনজির আহমেদের সঙ্গে গত বুধবার বৈঠক করেন বিএনপির সিনিয়র নেতারা।
(দ্য রিপোর্ট/আরজেড/০১ মার্চ, ২০২১)