তৃণমূল ছাড়ার কারণ জানালেন শ্রাবন্তী
দ্য রিপোর্ট ডেস্ক: দিন কয়েক আগেই বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, পায়েল সরকার। এবার সেই দলে নাম লেখালেন পশ্চিমবঙ্গের আরও এক জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। সোমবার বিকেলে কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন এই অভিনেত্রী। এসময় তার হাতে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির পতাকা তুলে দেন।
তৃণমূলের সমর্থক হয়েও হঠাৎ বিজেপিতে আসার সিদ্ধান্ত কেন নিলেন এমন প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘অনেকেই তৃণমূলের সমর্থক ছিলেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার বিজেপিতে গিয়েছেন। আমারও মনে হয়েছিল, রাজ্যের মানুষের মঙ্গলের জন্য কাজ করতে হলে এই দলেই যোগ দিতে হবে।’
শ্রাবন্তী জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মতাদর্শে তিনি মুগ্ধ। তার জন্যই ওই দলে যোগ দিয়েছেন। মানুষ তাকে বরাবর ভালবেসেছে। তার ধারণা, সেই ভালোবাসার জোরেই আসন্ন নির্বাচনে তিনি মানুষের আরও কাছে পৌঁছে যাবেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)