আপন জুয়েলার্সের মালিকের বিরুদ্ধে চার্জশিট
দ্য রিপোর্ট প্রতিবেদক: শুল্ক ও কর ফাঁকি দিয়ে স্বর্ণালঙ্কার মজুদের অভিযোগে আপন জুয়েলার্সের মালিক দিলদার হোসেন সেলিমের বিরুদ্ধে রমনা থানায় দায়ের করা মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।
মামলার তদন্তকারী সহকারী রাজস্ব কর্মকর্তা দেলোয়ার হোসেন গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট দাখিল করেন।
মঙ্গলবার (২ মার্চ) আদালতের জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।
২০১৭ সালের ১২ আগস্ট চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ১৫ মণ সোনা ও হীরা কর নথিতে অপ্রদর্শিত ও গোপন রাখার দায়ে আপন জুয়েলার্সের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা। তার মধ্যে গুলশান থানায় দুটি, ধানমন্ডি থানায় একটি, উত্তরা থানায় একটি ও রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)