অমিতাভের অস্ত্রোপচার সম্পন্ন
দ্য রিপোর্ট ডেস্ক: প্রখ্যাত বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার নিজের ব্লগে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান তিনি।
কী ধরণের অস্ত্রোপচার তা না জানালেও এখন সুস্থ আছেন বলে ভক্তদের আশ্বস্ত করেছেন ৭৮ বছর বয়সী অমিতাভ।
ওই পোস্টে তিনি বলেন, এত বয়সে চোখের অস্ত্রোপচার খুবই স্পর্শকাতর বিষয়। তারপরও চিকিৎসকরা সেরাটাই দেয়ার চেষ্টা করেছেন।
অমিতাভের চোখের দৃষ্টি এখনও পুরোপুরি ফেরেনি এবং তিনি ধীরগতিতে সুস্থ হচ্ছেন বলে জানানো হয়েছে। তার আরেক চোখেও অস্ত্রোপচার করা হবে।
পুরোপুরি সুস্থ হয়ে আবারও শ্যুটিংয়ে ফিরবেন বলিউডের শাহেনশাহ- এমন প্রত্যাশাই সবার।
(দ্য রিপোর্ট/আরজেড/০২ মার্চ, ২০২১)