দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের টিকা তৈরির প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের এক কোটি ডোজ টিকা কিনছে ব্রিটেন। মঙ্গলবার এক বিবৃতিতে একথা জানিয়েছে ব্রিটিশ সরকার।

রয়টার্সের খবরে বলা হয়েছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকার দশ কোটি ডোজ কিনবে ব্রিটেন। তার মধ্যে সেরামের উৎপাদিত কোভিশিল্ড নেয়া হবে এক কোটি ডোজ।

করোনার নতুন প্রজাতির সংক্রমণের কারণে বেসামাল ব্রিটেন। দ্রুত গতিতে করোনার টিকাকরণের কাজ চলেছে। পরিস্থিতি সামলাতে টিকাকরণের গতি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই কারণে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার দশ কোটি ডোজ কিনছে দেশটি।

ব্রিটিশ সরকারের বিবৃতিতে বলা হয়েছে, অক্সফোর্ডের ১০ কোটি টিকার মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট সরবরাহ করবে এক কোটি ডোজ টিকা।

সেরামের তৈরি কোভিশিল্ড টিকা দেয়া হচ্ছে বাংলাদেশেও। জোরকদমে দেশজুড়ে চলছে টিকাদান। এরই মধ্যে বাংলাদেশের ৩৩ লাখের বেশি মানুষ করোনার টিকা নিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২১)