দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপক পূজা বেদীর মেয়ে আলায়া ফার্নিচারওয়ালা। কিছু দিন আগে তিনিও নাম লিখিয়েছেন সিনেমায়। ‘জাওয়ানি জানেমন’-এর মতো আলোচিত সিনেমা দিয়ে অভিষেক হয়েছে তার। যেখানে পেয়েছেন সাইফ আলি খান ও টাবুর মতো তারকাকে।

আলায়া তার অভিনয় ও সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছিলেন দর্শকদের। যার সুবাদে সোশ্যাল মিডিয়ায় তার বড় সংখ্যক অনুসারী তৈরি হয়েছে। তাদের সঙ্গে নিয়মিতই কানেক্টেড থাকেন আলায়া।

সম্প্রতি আলায়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বারান্দায় ঝুঁকে দাঁড়িয়ে আছেন আলায়া। তার পরনে অন্তর্বাস ও একটি স্কিনটাইট প্যান্ট। ছবিতে আলায়া তার উর্ধাঙ্গকে অতিশয় নজরকাড়া রূপে উপস্থাপন করেছেন।

যার ফলে মুগ্ধ হয়েছেন আলায়ার অনুসারীরা। মাত্র এক দিনেই ছবিটিতে ১ লাখ ৩০ হাজারের বেশি লাইক পড়েছে। সেই সঙ্গে মন্তব্য করেছেন হাজারো অনুসারী।

বর্তমানে আলায়া ফার্নিচারওয়ালার হাতে রয়েছে ‘এক অউর গাজাব কাহিনি’ সিনেমার কাজ। এখানে তিনি অভিনয় করছেন অর্জুন কাপুর, আদিত্য শীল ও অমৃতা পুরীর সঙ্গে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২১)