দ্য রিপোর্ট প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সবগুলো সূচক। টাকার পরিমাণে লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) বাজার মূলধন বেড়েছে ১৪ হাজার কোটি। এর মধ্যে ডিএসইতে বেড়েছে ছয় হাজার কোটি টাকা এবং সিএসইতে বেড়েছে আট হাজার কোটি টাকা।

ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ডিএসইতে লেনদেনে শুরুর আগে মূলধন ছিল ৪ লাখ ৬৬ হাজার ৯৫৫ কোটি ৫৪ লাখ ৮৬ হাজার ২২০ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে বাজার মূলধন ছয় হাজার ১৪০ কোটি ১১ লাখ ৫১ হাজার ৩১৭ টাকা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৭৩ হাজার ৯৫ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫৩৭ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা মূলধন ফিরে পেয়েছে ১.৩১ শতাংশ।

বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৫৯৫ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ২৪৬ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেনর পরিমান ছিল দুই হাজার ৩৩৫ কোটি ২৮ লাখ ৫৬ হাজার ৬৭৯ টাকার। ডিএসইতে সপ্তাহ জুড়ে লেনদেন বেড়েছে তিন হাজার ৩৬২ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ৫৭৯ টাকা বা ৫৩.৯৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭১৯ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৪৬৭ কোটি ৫ লাখ ৭১ হাজার ৩৩৬ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৫২ কোটি ১৩ লাখ ৮৪ হাজার ৫১৩ টাকা কম হয়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৯ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২২ পয়েন্ট বা ১.৮৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বা ২.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। লেনদেনে অংশ নেয়া কোম্পানি মধ্যে দর বেড়েছে ১৯৯টির বা ৫৩.৬৩ শতাংশের, দর কমেছে ১০০টির বা ২৬.৯৫ শতাংশের এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৮টির বা ১৮.৩২ শতাংশের শেয়ার ও ইউনিটের।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহ জুড়েমূলধন বেড়েছে আট হাজার ১৬৪ কোটি ১১ লাখ টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সিএসইর মূলধন ছিলো তিন লাখ ৯১ হাজার ৯৪৪ কোটি ৪৮ লাখ ৭০ হাজার টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সিএসইর মূলধন বেড়ে দাঁড়ায় ৪ লাখ ১০৮ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২০৬ কোটি ২২ লাখ ৩৩ হাজার ৭৪৫ টাকার। আর আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিল ১২২ কোটি ৩৭ লাখ ২০ হাজার ৭০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৮৩ কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৪০ টাকা বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৩৩ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯২ পয়েন্ট বা ২.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নয় হাজার ৬৩৩ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৯০ পয়েন্ট বা ১.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩২৪ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বা ২.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২২২ পয়েন্টে এবং সিএসআই ১৭ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৮টির বা ৫৫.০৮ শতাংশের দর বেড়েছে, ৬২ টির বা ২০.৩২ শতাংশের কমেছে এবং ৭৪ টির বা ২৪.২৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২১)