২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুষ্টিয়া-রাজবাড়ী রুটের লাইনচ্যুত ট্রেনটি
কুষ্টিয়া প্রতিনিধি: ২০ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুষ্টিয়ায় দুর্ঘটনায় পড়া মালবাহী ট্রেনটি। ভোগান্তিতে পড়েছে কুষ্টিয়া-রাজবাড়ী ও গোপালগঞ্জে চলাচলকারী যাত্রীরা।
শুক্রবার (৫ মার্চ) মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী, রাজবাড়ী-খুলনা ও ফরিদপুর-রাজশাহী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টার দিকে কুষ্টিয়া মিলপাড়া ঘোরলাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রেল পরিবহন কর্মকর্তা বীরবল মণ্ডল জানায়, মালবাহী টেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তবে লাইনটি সিঙ্গেল হওয়ায় উদ্ধার কাজে সময় একটু বেশি লাগছে। উদ্ধার কাজ শেষ করে আবার ট্রেন চালু হতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই রেল কর্মকর্তা।
(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২১)