দ্য রিপোর্ট প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। ১৯৭১ সালের ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সকাল ৯টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পরদিন ৮ মার্চ বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২১)