বন্দুকধারীদের গুলিতে ইরানের বাণিজ্য উপমন্ত্রী নিহত
দিরিপোর্ট২৪ ডেস্ক : ইরানের বাণিজ্য উপমন্ত্রী সাফদার রাহমাতাবাদি অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরানের পূর্বাঞ্চলে রবিবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। বন্দুকধারীরা সাফদারের মাথা ও বুকে গুলি করে পালিয়ে যায়।
বন্দুকধারীরা সাফদারের গাড়ির ভেতরেই ছিল বলে ধারণা করছে পুলিশ।
দেশটির মধ্যপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানির মন্ত্রিসভার সদস্য সাফদার খুব একটা পরিচিত মুখ ছিলেন না।
পুলিশ এ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সম্প্রতি ইরানে সরকারি কর্মকর্তাদের ওপর এটা দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে, বুধবার ইরানের রাষ্ট্রীয় আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়। সূত্র: এপি।
(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১১, ২০১৩)