দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলে ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় দিনের চলছে মশা নিধনের ক্র্যাশ প্রোগ্রাম।  ১২শ' কর্মী ও ২০০ জন পর্যবেক্ষক নিয়ে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম।

আজ মিরপুরে অঞ্চল-৪ এ কাজ চলছে। সকাল সাড়ে সাতটায় ডিএনসিসির সব কর্মকর্তা, মশক নিধন কর্মী, মশক নিধন সম্পর্কিত সব যন্ত্রপাতি, পরিচ্ছন্নতা কর্মীসহ মেয়র আতিকুল ইসলামের উপস্থিতিতেই শুরু হয় এই কার্যক্রম।

মেয়র জানিয়েছেন, যে ওষুধ বা কীটনাশক ছিটানো হচ্ছে সেটি টেস্ট করে আনা হয়েছে। ওষুধ ছেটানোর পদ্ধতিতেও আনা হয়েছে ভিন্নতা। উত্তর সিটির এই কার্যক্রম ১৬ই মার্চ পর্যন্ত চলবে। এক দিন বিরতি দিয়ে আবার ক্রাশ প্রোগ্রাম শুরু হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯মার্চ, ২০২১)