ত্রিশালে পল্লী সমাজের উদ্যোগে সামাজিক সম্পীতি অনুষ্ঠান অনুষ্ঠিত
দ্য রিপোর্ট প্রতিবেদক, ময়মনসিংহ: ত্রিশালে পল্লী সমাজের উদ্যোগে সামাজিক সম্পীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গল বার ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের ১নং পল্লী সমাজের উদ্যোগে এক সামাজিক সম্পীতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।দিন ব্যপি বিভিন্ন ধরনের ক্রিয়াপ্রতিযোতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের উপস্থিত সবাই বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন এবং বাল্য বিবাহ না করার ও না দেওয়ার প্রতিজ্ঞা করেন।
ক্রিয়াপ্রতিযোতা শেষে পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন মোসা: ফিরোজা বেগম,সভাপ্রধান ১নং মঠবাড়ি পল্লী সমাজ, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ত্রিশাল,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জনাব খন্দকার মোস্তাফিজুর রহমান (মুকুল) চেয়ারম্যান ২নং বৈলর ইউনিয়ন পরিষদ,তাহমিনা আক্তার প্রধান শিক্ষিকা ২০ নং মঠবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও বক্তব্য রাখেন হারুন অর রশিদ সিনিয়র জেলা ব্যবস্থাপক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, আহাদুজ্জামান কর্মসূচি সংগঠক,ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি, নুরুল ইসলাম ইউ সদস্য প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জহিরুল ইসলাম কর্মসূচি সংগঠক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি ও মো: মোতালেব হোসেন।
(দ্য রিপোর্ট/আরজেড/০৯মার্চ, ২০২১)