দ্য রিপোর্ট প্রতিবেদক: একসময়ের জনপ্রিয় নায়ক ও বর্তমান সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

১৩ মার্চ, শনিবার দুপুরে খবরটি নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনেত্রী-সঞ্চালক আসমা পাঠান রূম্পা। তিনি জানান, নায়ক ফারুকের অবস্থা স্বাভাবিক ছিল। নিয়মিত চিকিৎসার জন্য তাকে গত ৪ মার্চ সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল।

তবে শনিবার সকালেই আচমকা তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। যার কারণে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

আসমা পাঠান রূম্পা বলেছেন, চাচার সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না। এমনকি ফোনেও তার কথা বলা নিষেধ। চাচার জন্য সবার কাছে দোয়া চাইছি।

অনেক বছর ধরেই নানাবিধ সমস্যায় ভুগছেন নায়ক ফারুক। দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়েছিল। মহামারি করোনাভাইরাসেও সংক্রমিত হয়েছিলেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১৩মার্চ, ২০২১)