ঢাবির ঘটনায় দুই এএসআই প্রত্যাহার
দিরিপোর্ট২৪ ঢাবি প্রতিনিধি : একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের উপর গুলি করার ঘটনায় জড়িত পুলিশের দুই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা দুই এএসআই হলেন বংশাল থানার শফিক এবং আজিজ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. এ এম আমজাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ এম আমজাদ আলী বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গে আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অভিযোগ করি। গতকাল(রবিবিার) তাদেরকে বংশাল থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে এখনও কোনো মামলা করা হয়নি।’
উল্লেখ্য, শনিবার রাতে বংশাল ও চকবাজার থানার পুলিশের ছোড়া রাবার বুলেটের আঘাতে শহীদুল্লাহ হল শাখার ছাত্রলীগ সভাপতিসহ ৫জন আহত হয়।
আহতরা হলেন, শহীদুল্লাহ হলের ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম, পদার্থবিজ্ঞানের ৩য় বর্ষের শিক্ষার্থী মাহফুজ, প্রাণীবিজ্ঞানের ৩য় বর্ষের হাসান, ফার্মেসী বিভাগের ২য় বর্ষের ফয়সাল, পদার্থবিজ্ঞানের ৪র্থ বর্ষের শাহাদাৎ এবং ফার্মেসী বিভাগের ২য় বর্ষের মুরাদ। তারা ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে এখন বিশ্ববিদ্যালয় মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।
(দিরিপোর্ট২৪/জেএইস/এমসি/নভেম্বর ১১, ২০১৩)