বঙ্গবন্ধুর সাজ নেবে দুবাইয়ের বুর্জ খলিফা
দ্য রিপোর্ট ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে তার জন্মশতবর্ষ উদযাপন করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এ উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে দেশটি। আগামী বুধবার (১৭ মার্চ) রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত দুবাইয়ের বুর্জ খলিফার পুরোটা জুড়ে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এ মহান নায়কের জন্মশতবার্ষিকীর লোগোও প্রদর্শিত হবে ভবনটিতে।
শুধু তাই নয়, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের ঘোষণা দেওয়া হবে আরবি ও ইংরেজি ভাষায়। আবুধাবির ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) সদর দপ্তরেও প্রদর্শিত হবে ‘বাংলাদেশ’ নামের জনকের ছবি।
কর্মসূচিগুলোর দুবাই টিভি এবং আরো দুটি ইংরেজি চ্যানেলে সম্প্রচার করা হবে। এ ছাড়া ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তীতে দুবাইয়ের বুর্জ খলিফা ও আবু ধাবির এডিএনওসি ভবনে বাংলাদেশের পতাকা প্রদর্শিত হবে।
এসব বিষয়ে বাংলাদেশ কনস্যুলেট অফিসকে অবহিত করেছে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুবাই সরকার এর আগে কেবল ভারতের জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন করেছিল।
(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ, ২০২১)