দ্য রিপোর্ট ডেস্ক: করোনার কারণে গ্র্যামির মঞ্চেও বেশকিছু পরিবর্তন দেখা দিয়েছে। তবুও রবিবার রাতে বিশ্ব সংগীতের সবচেয়ে ঐতিহ্যশালী পুরস্কারের আসর বসেছিল লস অ্যাঞ্জেলসের কনভেনশন সেন্টারে। করোনার জেরে বহু শিল্পীর পারফরম্যান্সই এবছর আগে থেকেই রেকর্ড করা ছিল, যা মূল অনুষ্ঠানে সম্প্রচারিত হয়। এবছর গ্র্যামির আসরে ইতিহাস রচনা করলেন মার্কিন পপ তারকা বিয়ন্সে এবং টেইলর সুইফট।

এ নিয়ে গ্র্যামির আসরে ২৮টি পুরস্কার জিতেছেন বিয়ন্সে। গ্র্যামির ইতিহাসে তিনিই সর্বাধিক পদকজয়ী নারী সঙ্গীতশিল্পী। বিয়ন্সে ছাড়িয়ে গেছেন এলিসন ক্রুসকেও। সেরা আর অ্যান্ড বি পারফর্মেন্সের পুরস্কার হাতে নিয়ে বিয়ন্সে বলেন, আমি সম্মানিত বোধ করছি এবং খুবই রোমাঞ্চিত।

এদিকে, প্রথম নারী শিল্পী হিসেবে তৃতীয়বারের মতো বর্ষসেরা অ্যালবামের পুরস্কার পেয়েছেন টেইলর সুইফট। `ফোকলোর` অ্যালবামের জন্য টেইলর এ পুরস্কার পেয়েছেন। এর আগে মাত্র তিন শিল্পী এমন রেকর্ড গড়েছেন। তারা হলেন ফ্রাঙ্ক সিনাত্রা, পল সিমন ও স্টিভি ওনডার।

এক নজরে দেখা যাক গ্র্যামির বিজয়ীদের -

রেকর্ড অব দি ইয়ার: এভরিথিং আই ওয়ান্টেড (বিলি আইলিশ)।

অ্যালবাম অব দি ইয়ার: ফোকলোর (টেলর সুইফট)।

সং অব দি ইয়ার: আই কান্ট ব্রিদ (এইচ.ই.আর)

বেস্ট নিউ আর্টিস্ট: মেগান দি স্ট্যালিয়ন।

সেরা পপ সিঙ্গল পারফরম্যান্স: ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস)।

সেরা পপ ডুয়েট/গ্রুফ পারফরম্যান্স: রেইন ওন মি (লেডি গাগা উইথ আরিয়ানা গ্র্যান্ডে)।

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: আমেরিকান স্ট্যান্ডার্ড (জেমস টেলর)

সেরা পপ ভোকাল অ্যালবাম: ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা)।

সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: ব্ল্যাক প্যারেড (বিয়ন্সে)

সেরা আরঅ্যান্ডবি সং: বেটার দ্যান আই ইমানজিন।

সেরা র‌্যাপ সং: স্যাভেজ।

সেরা র‌্যাপ অ্যালবাম: কিংস ডিজিস।

সেরা রক পারফরম্যান্স: শামেইকা (ফিয়োনা অ্যাপল)।

সেরা মেটাল পারফরম্যান্স: বাম রাস (বডি কাউন্ট)।

সেরা রক গান: স্টে হাই (ব্রিটনি হাওয়ার্ড)

সেরা রক অ্যালবাম: দ্য নিউ অ্যাবনরমাল।

(দ্য রিপোর্ট/আরজেড/১৫মার্চ, ২০২১)