নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি মাইনউদ্দিন কাঞ্চন প্রকাশ ওরফে কসাই কাঞ্চনের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনীটি।

মঙ্গলবার ভোরে চরকাঁকড়া ৩নং ওয়ার্ডে কসাই কাঞ্চনের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসাই কাঞ্চনের বাড়িতে অভিযান চালিয়ে তার শয়ন কক্ষের খাটের নিচ থেকে বাজারের ব্যাগে থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। কসাই কাঞ্চনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ৮-৯টি মামলা আছে। এছাড়া সম্প্রতি চাপরাশিরহাট এবং বসুরহাটে সংঘর্ষের ঘটনায় বিস্ফোরক আইনে তার বিরুদ্ধে আরও ২-৩টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ১৯ ফেব্রুয়ারি বিকালে কোম্পানীগঞ্জের চাপরাশিরহাট পূর্ব বাজারে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের সমর্থকদের মধ্যে গোলাগুলি হয়। এর ১৮ দিন পর ৯ মার্চ বসুরহাট বাজারে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। গভীর রাত পর্যন্ত চলা সংঘর্ষে গোলাগুলির ঘটনাও ঘটে। দুটি সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজি অটোচালক আলাউদ্দিন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত ২০জন। পরবর্তীতে সন্ত্রাসীদের ব্যবহৃত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে নামে পুলিশ। অভিযানে ৭টি ককটেল ও ২৬টি লাঠি উদ্ধার করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ, ২০২১)