দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত। তার সঙ্গে তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন ১১ মার্চ। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন কাজী হায়াৎ। কিন্তু হঠাৎ করে অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সমিতির সদস্য ও কাজী হায়াতের শীষ্য পরিচালক মোস্তাফিজুর রহমান মহারাজ।

মোস্তাফিজুর রহমান বলেন, কাজী হায়াৎ ভাই ডাক্তারের পরামর্শ অনুসারে উন্নত চিকিৎসার জন্য আজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি হাসপাতালের কেবিনে অবস্থান করছেন। তিনি কথা বলতে পারছেন। তিনি সকলের কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।

গত ২ মার্চ করোনা প্রতিশেধক টিকা নিয়েছেন কাজী হায়াৎ। টিকা গ্রহণের সপ্তাহ খানেক পর করোনায় আক্রান্ত হন তিনি।

কাজী হায়াৎ সর্বশেষ হিরো আলম প্রযোজিত ও অভিনীত টোকাই ছবির শুটিংয়ে অংশ নেন। ছবিটির শুটিং শেষ করার পরই আসে করোনায় আক্রান্ত হওয়ার খবর।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬মার্চ, ২০২১)