দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে হাসপাতাল ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তারা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করেছেন।

এদিকে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ৪ সদস্যের তদন্ত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দেবাশীষ বর্ধন জানান।

অধিদপ্তরের উপ-পরিচালক নূর হাসান আহমেদকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে ডিএডি শাহজাহান শিকদার ও দুজন পরিদর্শক সদস্য হিসেবে আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় কোভিড ইউনিটের আইসিইউতে বুধবার সকাল ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা বেলা সাড়ে ৯টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

ওই ওয়ার্ডের ১৪টি আইসিইউ কক্ষে ১৪ জন রোগী ছিলেন। আগুন লাগার পর তাদের সবাইকে হাসপাতালের অন্য আইসিইউতে সরিয়ে নেওয়া হলেও তিনজনের মৃত্যু হয়।

হাসপাতালের পরিচালক নাজমুল হক বলেন, ‘যে তিনজন মারা গেছেন, তারা এমনিতেই ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন, আগুনে কেউ দগ্ধ হননি।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)