দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালার সাজানো হয়েছে।  এই আয়োজনের নাম দেয়া হয়েছে `মুজিব চিরন্তন`। তারই প্রেক্ষিতে আজ বুধবার (১৭ মার্চ) জাতির পিতার ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেশকিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানগুলো হবে।  এই আয়োজনে থিম রাখা হয়েছে  ‘ভেঙেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়’।

এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে:

বিকেল ৪.২৭ এ প্রধানন্ত্রী শেখ হাসিনার আগমন
বিকেল ৪.২৯ এ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আগমন
বিকেল ৪.৩০ এ মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ এর আগমন
বিকেল ৪.৩০ এ শিশু শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা
শত শিশু শিল্পীর সংগীত পরিবেশনা
অতিথিদের মঞ্জে আহ্বান
পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ
মুজিব চিরন্তন থিমের ওপর টাইটেল এ্যানিমেশন ভিডিও
থিম সং এর মিউজিক ভিডিও পরিবেশনা
ফ্লাই পাস্টের রেকর্ডকৃত ভিডিও
স্বাগত সম্ভাষণ: অধ্যাপক রফিকুল ইসলাম
সম্মানিত অতিথিদের ধারনকৃত বক্তব্য: চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং-এর ধারণকৃত ভিডিও বার্তা
মাননীয় প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রদূত কর্তৃক উপহারস্বরুপ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য প্রদানে ভিডিও
সম্মানিত অতিথিদের ধারনকৃত বক্তব্য: কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-এর ধারণকৃত ভিডিও বার্তা
সম্মানিত অতিথিদের ধারনকৃত বক্তব্য: জাপানের মাননীয় প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা
সম্মানিত অতিথিদের ধারনকৃত বক্তব্য: মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ
প্রধান অতিথির বক্তব্য: বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
অতিথিবৃন্দকে `মুজিব চিরন্তন` শ্রদ্ধাস্মারক প্রদান
সভাপতির বক্তব্য: সভাপতির বক্তব্য: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আলােচনা পর্ব সমাপ্তি

সন্ধ্যা ৬.৩০ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)