দ্য রিপোর্ট প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন কারাবন্দিরা। আজ (বুধবার) কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এই প্রতিকৃতি বানিয়ে বন্দিরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, কারাগারের ইতিহাসে এই প্রথম বন্দিরা কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু'র জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০০ জন কারাবন্দি ৭১৪টি কম্বল দিয়ে দুই দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ২২০ ফিট দৈর্ঘ্য এবং ৩৫ হাজার ২০০ বর্গফুটের বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি বানায়।

কারণ, বঙ্গবন্ধু তার জীবনের একটা বড় সময় কারাগারে কাটিয়েছিলেন। সেটাকে স্মরণীয় করে রাখতে বন্দিরা কম্বল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়েছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৭মার্চ, ২০২১)