দ্য রিপোর্ট ডেস্ক: আসন্ন বিধানসভার নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন টলিউডের একঝাঁক অভিনয়শিল্পী। তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেন অভিনেতা দেব। এ দলের প্রতীকে ঘাটাল আসন থেকে দুইবার সাংসদ নির্বাচিত হয়েছেন। বিধানসভার নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছেন দেব। পশ্চিমবঙ্গের নানা জায়গায় ছুটে বেড়াচ্ছেন তিনি।

বুধবার (১৭ মার্চ) দেব গিয়েছিলেন দাঁতন ও চন্দ্রকোণায়। এদিন দাঁতনের তৃণমূল প্রার্থী বিক্রম চন্দ্র প্রধান ও চন্দ্রকোণার টিএমসি প্রার্থী অরূপ ধাড়ার হয়ে প্রচার চালালেন দেব। দেবের বক্তব্য শুনতে কড়া রোদেও উপস্থিত হয়েছিলেন অসংখ্য মানুষ। এদিন বক্তব্যের শুরুতে দেব বলেন—‘যাকে ইচ্ছা ভোট দিন। কিন্তু যে কাজ করেছে তাকে ভোটটা দিন। কারণ এখন মানুষের হাতে হাতে স্মার্টফোন, সকলে ভীষণ স্মার্ট। আর মেদিনীপুরের মানুষ তো এমনিতেই বুদ্ধিমান।’

বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে। এমন অভিযোগ করে ঘাটালের সাংসদ দেব বলেন, ‘দিল্লি থেকে কিছু লোক এসেছে, তারা বলছে মমতা বেগম হয়ে গেছে। আমাকে বলুন নির্বাচনটা কি মন্দির-মসজিদ নিয়ে, নাকি গরীব মানুষকে নিয়ে? হিন্দু মানুষ কজন আছে, মুসলিম মানুষ ক’জন আছে তা নিয়ে নির্বাচন? নাকি গরীব মানুষের হয়ে কে কাজ করবে তা নিয়ে?’

উপস্থিত সকলের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে দেব বলেন, ‘আমি নিজে রামভক্ত এটা এমন কিছু নয়! আমরা বাঙালিরা বলে থাকি, আমাদের ১২ মাসে ১৩ পার্বন। আমাদের এখানে যত ঠাকুরের পূজা হয়, পৃথিবীর কোথাও হয় না। আমাদেরকে হিন্দুত্ব শেখাতে এসো না। আমাদেরকে ঠাকুর বোঝাতে এসো না। বাংলায় হিন্দু-মুসলিমের রাজনীতি করে কতদিন ভোট চাইবেন?’

(দ্য রিপোর্ট/আরজেড/১৮মার্চ, ২০২১)