মওদুদের মরদেহ নোয়াখালী নিয়ে যাওয়ার অপেক্ষা
দ্য রিপোর্ট প্রতিবেদক: কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর হাইকোর্টে জানাজা শেষে বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ নয়াপল্টনে নিয়ে যাওয়া হয়েছে।
শুক্রবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে হাইকোর্ট চত্বরে জানাজা সম্পন্ন হয়। বিএনপি নেতা শীর্ষ পর্যায়ের নেতাসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা জানাজায় অংশ নেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ বিমানে করে সিঙ্গাপুর থেকে দেশে তার মরদেহ আনা হয়।
জানা যায়, নয়াপল্টন থেকে হেলিকপ্টারে করে নোয়াখালী নিয়ে যাওয়া হবে। নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করবস্থানে বাবা মা'র কবরের পাশে দাফন করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ, ২০২১)