দ্য রিপোর্ট প্রতিবেদক: শুক্রবার (১৯ মার্চ) শেষ হলো ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আর এই পরীক্ষার ফল আগামী দুই মাসের মধ্যেই প্রকাশ করা হবে বলে আশ্বস্ত করেছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

শুক্রবার ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পিএসসি চেয়ারম্যান।

পিএসসি চেয়ারম্যান বলেন, করোনা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসানো হয়েছে। প্রতি রুমে ২৫ জন পরীক্ষার্থী বসার ব্যবস্থা করা হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন।

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষে পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯মার্চ, ২০২১)