সপ্তাহের শুরুতেই সূচক ও লেনদেনের পতন
দ্য রিপোর্ট প্রতিবেদক: রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে । একই সাথে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট দর। পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে । অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইর মূল মূল্যসুচক ‘ডিএসইএক্স’ ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৪৯ পয়েন্টে। ডিএসইর অন্য সূচক গুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে যথাক্রমে ১ হাজার ২২৬ এবং ২ হাজার ৩৪ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ রোববার লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এ হিসেবে আজ ডিএসইতে ৬৮ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কম লেনদেন হয়েছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৪৮ টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩১ টির, কমেছে ২৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৭৫ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ১৬ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
দ্য রিপোর্ট/এএস/২১ মার্চ ২০২১